বরিশালের মেঘনা নদী থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) হিজলা মৎস্য দপ্তর এ অভিযান পরিচালনা করে। হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, মেঘনা নদীতে অসাধু জেলেরা নিষিদ্ধ ঘোষিত চায়না দুয়ারী জাল ব্যবহার করে বিভিন্ন প্রজাতির মাছসহ পোনা ধ্বংস করছিল।
তিনি আরও জানান, এ কারণে নদীর বিভিন্ন অংশে অভিযান চালিয়ে ৫১টি চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়। উদ্ধার করা জালের আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। পরে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ