নারায়ণগঞ্জের কুতুবপুর ইউনিয়নে গ্যাস সরবরাহের দাবিতে তিতাসের বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপককে স্মারকলিপি দিয়েছে স্থানীয়রা। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে তার কার্যালয়ে দেখা করে স্মারকলিপি প্রদান করেন তারা।
স্মারকলিপিতে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় গ্যাস না থাকায় বাসা-বাড়িতে রান্নাসহ জরুরি কাজে তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এ নিয়ে বারবার অভিযোগ করার পরও কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।
ভুক্তভোগী এনায়েততুল্লাহ নামে এক বাসিন্দা বলেন, আমরা কয়েকবছর ধরে গ্যাসের বিল দিচ্ছি, কিন্তু গ্যাস পাচ্ছি না। এই অভিযোগ নিয়ে আসছিলাম। আশা করি আমরা গ্যাস পাবো। আমরা নাগরিক অধিকার যেন পাই।
নারায়ণগঞ্জ-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবদুল জব্বার বলেন, বিল দিয়েও এলাকাবাসী তিন বছর ধরে গ্যাস পাচ্ছে না। আমরা যেহেতু জনগণকে নিয়ে কাজ করি। তাই জনগণের দাবি নিয়ে এসেছি। উপমহাব্যবস্থাপক আমাদের কথা মনযোগ দিয়ে শুনেছেন। তিনি সমস্যা চিহ্নিত করে এটার সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন এর নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক মো. মনজুর আজিজ মোহন বলেন, আমরা বিষয়টি দেখবো। আমাদের চাহিদা অনেক। চাহিদা বেশি থাকার কারণে অনেকেই গ্যাস পাচ্ছে না। সেই সাথে আমাদের কোনো লোক যদি অবৈধ গ্যাস সংযোগের সাথে জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/কামাল