লক্ষ্মীপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত পরিকল্পনা প্রণয়নবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন এ আয়োজন করে।
এতে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জসীম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।
কর্মশালায় অংশ নেন এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মী এবং সরকারি বিভিন্ন দফতরের প্রতিনিধিরা।
বিডি প্রতিদিন/কেএইচটি