কুমিল্লার লালমাই আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হলো বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের কাব ও স্কাউটদের সর্বোচ্চ অর্জন শাপলা কাব অ্যাওয়ার্ড ও প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান।
কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী এই ছয় জেলার হাজারো শিক্ষার্থী অংশ নিয়ে পুরো প্রাঙ্গণকে উৎসবমুখর করে তোলে।
এবারের আয়োজনে ১,৮১৫ জন কাব সদস্য পেয়েছেন কাবদের সর্বোচ্চ সম্মান শাপলা কাব অ্যাওয়ার্ড, আর ৩৫৯ জন স্কাউট সদস্যের হাতে তুলে দেওয়া হয়েছে স্কাউট শাখার সর্বোচ্চ স্বীকৃতি প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার স্বাক্ষরিত সনদ হাতে পেয়ে শিশু-কিশোরদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার (ভার্চুয়ালি)। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নুসরাত সুলতানা। সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লার চেয়ারম্যান এবং বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের সভাপতি প্রফেসর মো. শামছুল ইসলাম।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন) সুলতানা রাজিয়া, নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক শান্তনু কুমার পাল, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক তানজিনা আক্তার, সহকারী কমিশনার সজীব তালুকদার, স্কাউটস কুমিল্লা অঞ্চলের কমিশনার মো. সাহিদুল ইসলাম, আঞ্চলিক উপ-কমিশনার মো. ছফিউল্লাহ, উপ-পরিচালক এলটি মো. শামীমুল ইসলাম প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন অঞ্চল সেক্রেটারি মো. আব্দুর রাজ্জাক। সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ স্কাউটসের সহকারী পরিচালক পুরবী সরকার, ফেনী জেলা সম্পাদক বেলাল হোসেন ও কুমিল্লা ডিআরসি ইসমত আরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা রোভার সেক্রেটারি অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, জেলা স্কাউট সম্পাদক মো. কুদরুত উল্লাহ, কমিশনার কামরুল কবির, এলটি মো. রফিকুল ইসলাম, সিএলটি নিলুফা কায়সার চৌধুরী, এএলটি জান্নাতুল ফেরদৌস (চাঁদপুর), উড ব্যাজার কাজী জয়নব ইসলাম সাথী, জাতীয় মুখপত্র ‘অগ্রদূত’-এর কুমিল্লা প্রতিনিধি আরএসএল নয়ন দেওয়ানজীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্কাউট সদস্য ও অভিভাবকরা।
বিডি-প্রতিদিন/আশফাক