গাজীপুরের ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশনরোড এলাকায় আজ রবিবার বিকেলে বাংলাদেশ ইয়ুথ রেভুলেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মাদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির কারণে টঙ্গী স্টেশনরোডসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
মানববন্ধনে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ফাহাদ ইসলাম ফুয়াদ, প্রধান উপদেষ্টা হাজী মনির, যুগ্ম আহ্বায়ক রেদওয়ান হাসান আরিফ, সদস্য সচিব ফারদিন আহম্মেদ সৌরভ, মিডিয়া মুখপাত্র সাকিবুর রহমান, মুখ্য সংগঠক সবুজ উদ্দিন ইকবাল, সহ–মুখ্য সংগঠক খায়রুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, গাজীপুর ও টঙ্গী এখন মাদক এবং ছিনতাইয়ের শহরে পরিণত হয়েছে। পুলিশের উল্লেখযোগ্য ভূমিকার অভাবে একের পর এক ছিনতাই ও মাদককারবারিদের দাপট বেড়েই চলছে। এসবের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। বক্তাদের অভিযোগ, এলাকাবাসী এখন নিরাপত্তাহীনতায় ভুগছে।
ইয়ুথ রেভুলেশন সংগঠনের নেতারা জানান, তারা ইতোমধ্যে ছিনতাই রোধে মাঠে নেমেছেন এবং প্রতিরাতে বিভিন্ন এলাকায় ছিনতাইকারীদের আটক করে পুলিশের হাতে তুলে দিচ্ছেন।
বিডি প্রতিদিন/আশিক