বরিশালের আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতুর নির্মাণকাজের উদ্বোধন হয়েছে। রবিবার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক ও সেতু উপদেষ্টা ড. মোহাম্মদ ফাওজুল কবির খান।
উদ্বোধন পরবর্তী উপদেষ্টা বলেন, উন্নয়ন প্রকল্পের বড় সমস্যা দুর্নীতি। দেশের সড়ক ও সেতু প্রকল্পগুলো দুর্নীতিতে জর্জরিত। স্থানীয় জনগণ সহযোগিতা করলে মীরগঞ্জ সেতুটি দুর্নীতিমুক্ত রেখে উন্নতমানের করে নির্মাণ করা সম্ভব। তিনি বলেন, অনেক প্রকল্পে বরাদ্দ অনুযায়ী মানের কাজ পাওয়া যায় না—এটি দুর্ভাগ্যজনক।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে যে–ই বিজয়ী হোক, জাতি হিসেবে সবার পাশে থাকতে হবে। গণতন্ত্রের সৌন্দর্য হলো—জনগণের রায়ের প্রতি সম্মান।
তিনি আরও বলেন, নির্বাচন যেন উৎসবমুখর ও সবার অংশগ্রহণে সম্পন্ন হয়। অতীতের মতো কেউ যেন ভোটকেন্দ্র দখলের চেষ্টা না করে। নির্বাচন কমিশন এখন স্বাধীনভাবে কাজ করছে
ভোলার গ্যাস রূপান্তর ও সরবরাহ নিয়ে প্রশ্নে তিনি বলেন, ভোলার গ্যাস ভোলাতেই ব্যবহার হবে, আবাসিক এলাকায় গ্যাস সরবরাহের কোনো পরিকল্পনা নেই।
মীরগঞ্জ সেতুর কাজ দীর্ঘদিন পিছিয়েছে স্থানীয় কোন্দল, মাঠপর্যায়ের দ্বন্দ্ব এবং বরাদ্দ নিয়ে জটিলতার কারণে। এতে সময়ের পাশাপাশি ব্যয়ও বেড়েছে। উপদেষ্টা বলেন, একটি সেতু শুধু যোগাযোগ বদলায় না—বদলায় অর্থনীতি ও মানুষের জীবন। তাই সহযোগিতার মানসিকতা প্রয়োজন।
অনুষ্ঠানে নৌ–পরিবহন উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন বলেন, নির্মাণকাজ শুরু হলেই কিছু এলাকায় চাঁদাবাজির চেষ্টা ও প্রকল্প ভাগাভাগি নিয়ে উত্তেজনা দেখা যায়, যা প্রকল্পের মান ও সময়সূচি ক্ষতিগ্রস্ত করে। তিনি কঠোরভাবে বলেন, এবার এসব বন্ধ করতে হবে—উন্নয়ন প্রকল্প সবার, কোনো গোষ্ঠীর নয়।
বিডিপ্রতিদিন/কবিরুল