সিরাজগঞ্জে বিশেষ অভিযানে ৪৩ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। উদ্ধার করা গাঁজার বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা। শনিবার ভোরে যমুনা সেতু পশ্চিম মহাসড়কের কড্ডার মোড় এলাকা থেকে একটি পিক-আপসহ তাদের আটক করা হয়।
গ্রেফতাররা হলেন বেলকুচি এলাকার রেজাউল করিম, কুড়িগ্রামের ভুরঙ্গামারি গ্রামের মামুন মিয়া ও নয়াবাড়ি এলাকার মাসুদ রানা।
শনিবার দুপুরে সদর থানায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. হাফিজুর রহমান। তিনি জানান, অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফের নেতৃত্বে পুলিশ টিম সফল অভিযান চালায়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/আশফাক