গাজীপুরের টঙ্গী আরিচপুর তুরাগ নদের পাড়ে রেলওয়ে ব্রিজ সংলগ্ন এলাকায় শনিবার সকালে এক ব্যক্তির খণ্ডিত পা-উদ্ধার করেছে পুলিশ। একটি পরিত্যক্ত কার্টুনে পলিথিন মোড়ানো ছিলো ওই পা-টি। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, টঙ্গী আরিচপুর তুরাগ নদের পাড়ে রেলওয়ে ব্রিজ সংলগ্ন এলাকায় পরিত্যক্ত একটি কার্টুনের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় এক ব্যক্তির খণ্ডিত অংশ (পা) দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে খন্ডিত পা উদ্ধার করে টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশকে বুঝিয়ে দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- অন্য কোনো এলাকায় অজ্ঞাতনামা ব্যক্তিকে হত্যা করে তার শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন করা হয়। যার একটি অংশ কে বা কারা এ এলাকায় ফেলে গেছে।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মোহাম্মদ আলী জিন্নাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খণ্ডিত পা-টি কিভাবে এই এলাকায় এলো তা খতিয়ে দেখা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শক্রমে খণ্ডিত অংশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানে হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএম