বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে একটি পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। বাগেরহাটের রামপালের ভাগা এলাকার দীপালি রানী শীলকে ঘরটি নির্মাণ করে দিয়েছেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
শনিবার দুপুরে ওই পরিবারের কাছে নতুন ঘরটি হস্তান্তর করেন ফরিদুল ইসলাম। এ সময় বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
দীপালি তার দুই বাক্প্রতিবন্ধী মেয়েকে নিয়ে অন্যের সাহায্য-সহযোগিতায় দিনাতিপাত করেন। তার স্বামীও তাকে ছেড়ে গেছে। বাধ্য হয়ে থাকতেন জরাজীর্ণ ঘরে। যেখানে রোদ, বৃষ্টি ও শীতে কষ্ট পেতে হয়। নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন দীপালি। তিনি বলেন, 'লায়ন ফরিদ আমাকে নতুন একটি ঘর করে দিয়েছেন, আমি তার জন্য আশীর্বাদ করি, তিনি যেন ভালো থাকেন। তিনি যেন আমার মতো অসহায় মানুষের পাশে আরো বেশি বেশি দাঁড়াতে পারেন।
লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, দীপালির বিষয়টি জানার পর সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই নতুন একটি ঘর তৈরি করে দিয়েছি। ঘরটি মূলত তারেক রহমানের পক্ষ থেকে অসহায় পরিবারটিকে উপহার দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, তারেক রহমান দেশজুড়ে যারা গৃহহীন রয়েছেন তাদের পাশে দাঁড়াচ্ছেন। নির্দেশনা দিয়েছেন, জনপদে এমন পরিবারের প্রতি সহায়তা করার। সমাজে যারা ভালো অবস্থানে রয়েছে, তাদের এমন কাজগুলো করা উচিত। কারণ সবাইকে নিয়েই ভালো থাকতে হবে, একা ভালো থাকা যায় না।
বিডি-প্রতিদিন/এমই