নওগাঁর বদলগাছী উপজেলায় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি গার্লস হাইস্কুল প্রাঙ্গণে এ সমাবেশে বদলগাছীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা অংশ নেন।
বদলগাছী উপজেলার সর্বস্তরের শিক্ষকবৃন্দের আয়োজনে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি এবং নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুল। সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মো. হারুন অর রশীদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বদলগাছী মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নুর ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডো, নওগাঁ সরকারি কলেজের সাবেক সহযোগী অধ্যাপক আবুল হাসনাত চৌধুরী, বদলগাছী মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাসুদ রানা, সহ-সভাপতি শাম্মী আকতার, মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, উপদেষ্টা ও ফতেজঙ্গেপুর দাখিল মাদ্রাসার সুপার আবুল গাফফার এবং বেসরকারি কলেজ ও শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি গোলাম কিবরিয়া।
সমাবেশে বক্তব্য দেন উপস্থিত শিক্ষকরা। তারা বদলগাছীকে মাদকমুক্ত ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার দাবি জানান।
শিক্ষকদের উদ্দেশে প্রধান অতিথি ফজলে হুদা বাবুল বলেন, ‘ছুটির দিনে পারিবারিক ব্যস্ততা রেখে আপনারা এখানে এসেছেন- এ জন্য সবার প্রতি কৃতজ্ঞতা। শিক্ষার্থীদের কাছে একজন শিক্ষকের বড় পরিচয় হওয়া উচিত- শুধুই শিক্ষক। শিক্ষকের নিজস্ব মতামত প্রকাশের অধিকার থাকা জরুরি।’
তিনি আরও বলেন, ‘আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করি। জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদেরও তাঁর আদর্শ ধারণ করা উচিত।’
শিক্ষকদের বেতন প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকারি কর্মকর্তার একজন ড্রাইভার যদি ৩০ হাজার টাকা বেতন পান আর শিক্ষক পান ১৮ হাজার টাকা- তাহলে সেই জাতি উন্নতি করবে কীভাবে? তাই তারেক রহমান বলেছেন, শিক্ষকদের জন্য সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে এবং তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করা হবে।’
শিক্ষকদের প্রশ্নোত্তর পর্বে ফজলে হুদা বাবুল জানান, ছাত্রজীবন থেকেই তিনি শিক্ষা ক্ষেত্রে কাজ করছেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন।
সমাবেশ শুরুর আগে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার পুত্র আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পাশাপাশি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়।
বিডি-প্রতিদিন/জামশেদ