পর্যটনকেন্দ্র কুয়াকাটায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালন করা হয়েছে। শুক্রবার এ উপলক্ষ্যে জনসচেতনতা তৈরি করতে সৈকতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এতে ২ শতাধিক সেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।
পরে উপজেলা প্রশাসন, কুয়াকাটা পৌরসভা, বিচ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে আবর্জনা ফেলানোর জন্য বিভিন্ন পয়েন্টে ডাস্টবিন স্থাপন করা হয়। এ আয়োজন করে আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ, গুড নেইবারস বাংলাদেশের কান্ট্রি প্রধান বার্টিন গমেজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল আলম, উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সহকারী পরিচালক আসাদুজ্জামান খাঁন, কুয়াকাটা বিচ ব্যবস্থাপনা কমিটির সদস্য মতিয়ার রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এমই