বগুড়ার শাহজাহানপুরে ট্রাকচালক ও হেলপারকে কুপিয়ে ছিনতাইয়ের সময় মো. এরশাদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে শেরপুর হাইওয়ে পুলিশ।
বুধবার (৩ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার বি-ব্লক এলাকার ঢাকা–রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত এরশাদুল ইসলাম শাহজাহানপুর উপজেলার রহিমাবাদ উত্তরপাড়া গ্রামের মৃত রেহেল উদ্দিনের ছেলে। পালিয়ে যাওয়া আরেকজনের নাম মো. আব্দুল জলিল; তবে তার ঠিকানা জানা যায়নি।
জানা যায়, শেরপুর হাইওয়ে পুলিশের একটি টিম রাত্রীকালীন টহলে ছিল। রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মহাসড়কের ফুটওভার ব্রিজের সামনে ছিনতাই হচ্ছে। পরে টহলটিম রাত ২টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ একজনকে আটক করে, অপরজন পালিয়ে যায়। গ্রেফতার এরশাদুল ইসলামের কাছ থেকে একটি ধারালো হাসুয়া এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
হাইওয়ে পুলিশ রিজিয়ন বগুড়ার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) শহিদ উল্লাহ জানান, গুরুতর আহত ট্রাকচালক মো. রাজু মিয়া (২৯) ও হেলপার মো. সুমন (১৮) রাত ২টা ৪০ মিনিটের দিকে ট্রাক রাস্তার পাশে থামিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে নামেন। তখন পূর্ব থেকে ওত পেতে থাকা দুই ছিনতাইকারী দেশীয় অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে টাকা ও মোবাইল ছিনিয়ে নিতে গেলে তারা বাধা দেন। এসময় এরশাদুল ইসলাম ও জলিল ধারালো হাসুয়া দিয়ে চালক ও হেলপারকে কুপিয়ে আহত করে। পরে জলিল চালকের শার্টের পকেট থেকে নগদ ২ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।