বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কিনাপাড়া নুরুজ্জামান রাশেদীয়া মাদ্রাসায় এই দোয়ার আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বিএনপি মনোনীত জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব শামস মতিন, যুগ্ম আহ্বায়ক তৈয়বুর রেজা, মুমিন খন্দকার ডালিম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফিরোজ মাস্টার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু রাহান।
এ ছাড়া কালাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান তোতা, যুগ্ম আহ্বায়ক রেজুয়ান হোসেন শাহিন, পাঁচবিবি পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুর রহমান রাব্বীসহ নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন।
এসময় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, বিএনপির নেতাকর্মীদের নিরাপত্তা, জাতীয় রাজনীতিতে শান্তি এবং জয়পুরহাটে ঐক্যবদ্ধ বিএনপির সাফল্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন