‘রোহিঙ্গা ক্যাম্পসহ কক্সবাজার এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য গঠিত টাস্কফোর্স’র সার্বিক তত্ত্বাবধানে বুধবার ঈদগাও পাবলিক লাইব্রেরিতে মাদকবিরোধী প্রচারণা এবং বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
এই ক্যাম্পেইনে কক্সবাজারের ঈদগাও উপজেলার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় শিক্ষকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং চিকিৎসাপ্রাপ্ত গরিব ও দুস্থ রোগীরা উপস্থিত ছিলেন।
টাস্কফোর্স মাদকের বিরুদ্ধে লড়াইয়ে সামাজিক সচেতনতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করে। সামাজিক সচেতনতা বৃদ্ধি করা গেলে মানুষ নিজেরা মাদক গ্রহণ থেকে বিরত থাকবে, মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলবে এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে সহায়তা করবে।
দীর্ঘমেয়াদে এই সচেতনতা একটি স্থায়ী সামাজিক আন্দোলনে রূপ নিলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা পাবে। শিক্ষক, স্থানীয় এবং ধর্মীয় নেতাদের সমাজের প্রতিটি স্তরে, স্কুল, কলেজ ও মাদ্রাসায় কার্যকর সম্পৃক্ততার মাধ্যমে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। এই বিষয়ে মাদকবিরোধী টাস্কফোর্স গণমাধ্যমের সর্বাত্মক সহায়তা কামনা করে।
উল্লেখ্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে গত ২০ জুলাই জিওসি ১০ পদাতিক ডিভিশনের নেতৃত্বে বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় জনপ্রশাসনের সমন্বয়ে ‘রোহিঙ্গা ক্যাম্পসহ কক্সবাজার এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য এই টাস্কফোর্স’ গঠন করা হয়েছে। কক্সবাজার ও পারিপার্শ্বিক এলাকা দিয়ে মাদক পাচারের যে নেটওয়ার্ক তৈরি হয়েছে, তা সমূলে ধ্বংস করার লক্ষ্যে টাস্কফোর্স ইতোমধ্যে একযোগে কাজ শুরু করেছে।
বিডি প্রতিদিন/এমআই