পরিবার পরিকল্পনা বিভাগের নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ঠাকুরগাঁও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তারা।
বুধবার দুপুরে সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং পরিবার কল্যাণ সহকারীরা “পরিবার কল্যাণ পরিদর্শিকা”, “পরিবার পরিকল্পনা পরিদর্শক”, “পরিবার কল্যাণ সহকারী” ব্যানারের অধীনে অবস্থান নেন।
এসময় বক্তব্য দেন পরিবার কল্যাণ পরিদর্শিকা মেহেবুবা শিরীন শুভ, ফরিদা বেগম, পরিবার পরিকল্পনা পরিদর্শক হাফিজুর রহমান, আব্দুল সাত্তার সহ অন্যান্য কর্মকর্তা-কর্মীরা।
বক্তারা জানান, সারাদেশে তাদের সংখ্যা ৩৩,৭১০ জন। তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা সেবা, শতভাগ দম্পতি নিবন্ধন, বাড়ি বাড়ি স্বাস্থ্যসেবা প্রদান, প্রসূতি স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি ও টিকাদান কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
তবে তারা অভিযোগ করেছেন, রাজস্ব খাতে চাকরি থাকা সত্ত্বেও কোনো পদোন্নতি নেই। তাদের একটাই দাবি—নিয়োগবিধি-২০২৪ দ্রুত বাস্তবায়ন। বক্তারা হুঁশিয়ারি দেন, দাবি আদায় না হলে তারা ধারাবাহিকভাবে আরও কঠোর কর্মসূচি চালাতে বাধ্য হবেন।
বিডি প্রতিদিন/আশিক