কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ডেইলপাড়া এলাকায় নিজ মালিকানাধীন মাছের প্রজেক্ট থেকে জাফর নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয়রা প্রজেক্টের ভেতর ছোট ঘরের কাছে তাকে পড়ে থাকতে দেখেন। একদিন নিখোঁজ থাকার পর এভাবে লাশ পাওয়ায় এলাকাজুড়ে রহস্য তৈরি হয়েছে।
লাশের পাশেই বৈদ্যুতিক তার দেখা যায়, যা ঘটনাটিকে আরও সন্দেহজনক করে তুলেছে স্থানীয়দের কাছে। তাদের ভাষ্য, এটি স্বাভাবিক মৃত্যু নাকি হত্যা তা নিয়ে এখন নানা গুঞ্জন চলছে।
স্থানীয়দের মতে, দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশে ফিরে জাফর দ্বিতীয় বিয়ে করেন এবং পরিবারের অনুপস্থিতিতে একাই জমিজমা ও মাছের প্রজেক্ট দেখভাল করতেন। প্রজেক্টের ভেতরই একটি ছোট ঘরে তিনি থাকতেন।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে এবং প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে তদন্ত অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/আশিক