সেবার প্রত্যয়ে সবার আগে বহ্নিশিখার পরমসেবায় নারী কার্যক্রমের অন্তর্ভক্ত বয়ঃসন্ধিকালীন প্রজনন স্বাস্থ্য ও জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বহ্নিশিখা ও গ্রীন ভয়েস দিনাজপুর সরকারী কলেজ শাভার আয়োজনে দিনাজপুর সরকারী কলেজ অডিটোরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. জিয়াঊল হাসান।
প্রধান আলোচক ছিলেন সাবেক সহকারী পরিচালক ও জেলা কনসালটেন্ট প্রসূতিবিদ্যা চিকিৎসক ও সার্জন ডা. খাদিজা নাহিদ ইভা।
বিশেষ অতিথি ছিলেন, দিনাজপুর সরকারী কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মো. দেলোয়ার হোসেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সাধারণ সম্পাদক ও গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক মো. আলমগীর কবির।
এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি কানিজ রহমান, দিনাজপুর সরকারী কলেজের প্রভাষক মোছা. তাইয়েবুন নাহার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস দিনাজপুর সরকারী কলেজ শাখার সভাপতি ফারহান ইসলাম এবং গ্রীন ভয়েসের সায়মা স্বর্না।
বিডি প্রতিদিন/হিমেল