বগুড়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে বগুড়া রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় শহরের বারোপুর হাইওয়ে পুলিশ রিজিয়ন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় বক্তব্য রাখেন বগুড়া রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. শহিদ উল্লাহ।
বগুড়া রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার মো. শহিদ উল্লাহ বলেন, মহাসড়কে নিরাপত্তা এবং শৃঙ্খলা ফেরাতে হাইওয়ে পুলিশ সব সময় কাজ করে যাচ্ছে। বগুড়া রিজয়ন পুলিশের লোকবল সীমাবদ্ধতার মধ্য দিয়েও আমরা জনগণকে সেবা দিয়ে যাচ্ছি। মহাসড়কের চাঁদাবাজি বন্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি এবং যারা আইন অমান্য করছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মহাসড়কে দুর্ঘটনা কমাতে মালিক, চালকদের নিয়ে সভা করা হচ্ছে। এ ছাড়া সাধারণ জনগণের মাঝে সচেতনতা বাড়াতে মাইকিং ও লিফলেট বিতরণ কার্যক্রম চলমান রয়েছে বলেও তিনি জানান।
তিনি বলেন, মহাসড়কে নিরাপত্তা, শৃঙ্খলা এবং সেবার মান নিশ্চিত করতে আমরা বদ্ধ পরিকর। আমরা বিশ্বাস করি জনগণের সহযোগিতা ও আস্থাই আমাদের মূল শক্তি। নিরাপদ দেশ গড়ার লক্ষ্যে সড়ক দুর্ঘটনা হ্রাস, দ্রুত উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
মতবিনিময় সভা আরও বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার উদয় কুমার, কুন্দরহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান, বগুড়ার সিনিয়র সাংবাদিক মহসিন আলী রাজু, আবদুর রহমান টুলু, ফজলে রাব্বি ডলার, রাহাত রিটুসহ কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বিডি-প্রতিদিন/তানিয়া