বগুড়ার শিবগঞ্জে সার সংকট ও কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবিতে এনসিপি নেতা ও উপজেলা প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর আলম আমরণ অনশনে বসেছেন। সোমবার (১ ডিসেম্বর) বিকেল থেকে তিনি শহীদ মীর মুগ্ধ স্কয়ারে অবস্থান নেন।
অনশনকালে তিনি অভিযোগ করেন, সারের ডিলার সিন্ডিকেট, পাচার ও কৃত্রিম সংকটের কারণে কৃষক চরম ভোগান্তিতে পড়েছেন। বরাদ্দে অনিয়ম ও বাইরের ডিলার নিয়োগের চেষ্টা পরিস্থিতিকে আরও জটিল করছে।
তার অনশনকে ঘিরে এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। স্থানীয় মানুষজন ভিড় করছেন একনজর দেখতে। এনসিপি ও ছাত্রশক্তির নেতারা এতে উপস্থিত হয়ে সংহতি জানান।
বিডি প্রতিদিন/হিমেল