কুমিল্লায় ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক, ডিগ্রি (পাস) ও সম্মান শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মধ্যে অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উচ্চমাধ্যমিক, ডিগ্রি (পাস) ও সম্মান শ্রেণির ৭টি বিভাগসহ মোট ৩৮ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১ লাখ ৬৮ হাজার টাকা প্রদান করা হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাবেক অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আগামীর বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মকে মানবিক ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। কারণ নিজের মধ্যে এসব গুণাবলী না থাকলে অন্যকে নেতৃত্ব দেওয়া সম্ভব নয়।’
শিক্ষার্থীদের উদ্দেশে অনুষ্ঠানের সভাপতি ও প্রতিষ্ঠান অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম বলেন, ‘শিক্ষার আলোয় আলোকিত হয়ে আগামীতে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তিনি মেধাবীদের জন্য বৃত্তির ব্যবস্থা করে মহানুভবতার পরিচয় দেওয়ায় সাবেক অধ্যক্ষ হাসান ইমাম মজুমদারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ’
আরও বক্তব্য দেন কলেজ উপাধ্যক্ষ মো. মোস্তাক আহমেদ, সহকারী অধ্যাপক মো. শাহ জাহান, সহকারী অধ্যাপক দিল আরা আফরোজ ও সহকারী অধ্যাপক মো. কামরুর রশীদ। অনুষ্ঠানের আহ্বায়ক ও সঞ্চালনায় ছিলেন শিক্ষক পরিষদ সম্পাদক সহকারী অধ্যাপক মো. আবু জাহেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক ও কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক মো. মাহবুবুল আলম সুমন, যুগ্ম সম্পাদক প্রভাষক মীর মো. সোহেল রানা ও যুগ্ম সম্পাদক প্রভাষক মো. আব্দুল হালিম।