পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তিকে সামনে রেখে চুক্তির বাস্তবায়নে সাত দফা দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।
এ উপলক্ষে রবিবার সকালে খাগড়াছড়ির তেতুলতলায় কেন্দ্রীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি। লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরা।
নেতৃবৃন্দ বলেন, ২৮ বছর পেরিয়ে গেলেও চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়িত হয়নি। অভিযোগ করা হয়, দীর্ঘদিন ধরে অনির্বাচিত সদস্যদের মাধ্যমে জেলা পরিষদ পরিচালনা করা হচ্ছে। যে সরকার যখন ক্ষমতায় আসে, তাদের দলীয় অনুগতদের দায়িত্ব দিয়ে পরিষদগুলো চালানো হয়। এতে স্থানীয় মানুষ বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বলেও মন্তব্য করেন তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সুধাকর ত্রিপুরা সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি পিসিজেএসএস, সুদর্শন চাকমা সহ সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি জেএসএস,সুভাষ কান্তি চাকমা সহ সভাপতি কেন্দ্রীয় কমিটি জেএসএস, জুপিটার চাকমা সাধারণ সম্পাদক রাঙ্গামাটি জেলা কমিটি জেএসএস, সুনীল চাকমা সভাপতি খাগড়াছড়ি সদর থানা কমিটি,শোভা কুমার চাকমা সভাপতি খাগড়াছড়ি জেলা কমিটি জেএসএস,প্রীতি খীসা সাধারণ সম্পাদক খাগড়াছড়ি জেলা কমিটি জেএসএস, জ্ঞান প্রিয় চাকমা সভাপতি যুব সমিতি কেন্দ্রীয় কমিটি, সুজন চাকমা ঝিমিট সভাপতি পিসিপি কেন্দ্রীয় কমিটি ,মায়া চৌধুরী আহ্বায়ক হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটি, রত্না তঞ্চঙ্গ্যাঁ সাধারণ সম্পাদক মহিলা সমিতি কেন্দ্রীয় কমিটি।
বিডি প্রতিদিন/আশিক