৩১ দফা বাস্তবায়ন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে তারাবো পৌরসভার দক্ষিণ নোয়াপাড়ায় এ সভা আয়োজন করা হয়। একই সঙ্গে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়েছে।
সভার প্রধান অতিথি তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমান বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা শুধু একটি রাজনৈতিক অঙ্গীকার নয়, নতুন বাংলাদেশ গড়ার রূপরেখা। তিনি ঘরে ঘরে ৩১ দফা পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
এ সময় তিনি আরও বলেন, আধুনিক রূপগঞ্জ গড়তে আগামী সংসদ নির্বাচনে দিপু ভুইয়াকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।
তারাব পৌর ৭ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি সোলাইমান কবির। প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমান।
বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরিফ হাসান আরব।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তারাবো পৌর শ্রমিকদলের সভাপতি কামরুল হাসান রাহুল। সঞ্চালনা করেন পৌর শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাংগঠনিক সম্পাদক রমজান।
বিডি-প্রতিদিন/এমই