সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে ইলিশ মাছের দাম। জাটকা সাইজের একটি ইলিশ কিনতে গুণতে হয় প্রায় দেড় হাজার টাকা। যার কারণে বিপদে পড়েছে ইলিশ মাছ বিক্রেতা। সবচেয়ে বেশি খারাপ অবস্থায় রয়েছে ভ্রাম্যমাণভাবে বিক্রি করা ক্ষুদ্র ব্যবসায়ীরা।
তেমন একজন বিক্রেতা মো. নাজমুল হক। তিনি বলেন, শীত আসছে। নদীতে মাছ নেই। যা পাওয়া যায় দাম অনেক বেশি। এখন চার থেকে পাঁচ কেজি মাছ নিয়েও বিক্রি করতে পারি না। এত দাম দিয়ে কেউ ইলিশ মাছ কিনতে চায় না। এখন মোগো অবস্থাও খারাপ। বেচা বিক্রি না হলে খামু কি বলে তিনি। নাজমুল বলেন, এখন চারশ গ্রাম ওজন সাইজের মাছের কেজি ১৪৫০ টাকা। এই মাছ আগে এক হাজার টাকায় পাওয়া যেত।
বর্তমানে দেড় কেজি সাইজ ওজনের ইলিশ মাছ বাজারে উঠে না। দুই একটি উঠলেও পাইকারী বাজারে কেজি চার হাজার টাকার নিচে বিক্রি হয় না। খুচরা বাজারে দুই থেকে তিনশ টাকা বেশি দামে বিক্রি হয়েছে। এক কেজি সাইজ ৩৪০০/৩৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এলসি সাইজ ২৯০০ টাকা কেজি, আধা কেজি সাইজ ২৪০০ টাকা কেজি দরে বিক্রি হয়।
মাছ বিক্রেতারা জানিয়েছেন, এখন আর কোন গৃহস্থ শখ করে ইলিশ মাছ কিনতে আসে না। প্রয়োজন না হলে ইলিশ মাছের দামও জিজ্ঞেস করে না।
বরিশালে জেলা মৎস্য কর্মকর্তার দায়িত্বে থাকা সমীর কুমার বসাক বলেন, ইলিশ মাছের প্রজনন নির্বিঘ্ন করতে না পারা, নদীতে আসার মুখে চর জেগে উঠা, দূষণ ও সর্বোপরি ইলিশ মাছের খাবার ফাইটো প্লাংকটন কমে যাওয়ার কারণে ইলিশ মাছ নদীতে আসে না। এছাড়াও রয়েছে অতিরিক্ত আহরণ। যার কারণে ইলিশ হ্রাস পাচ্ছে।
বিডি প্রতিদিন/এএম