পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন ধারা অব্যাহত রাখতে খাগড়াছড়ি পার্বত্য জেলার বিশিষ্ট ব্যক্তিবগ সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: আনোয়ার সাদাত।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ফেরদৌসী বেগম, রুমানা আক্তার (আইসিটি শিক্ষা), জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারসহ সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন, যোগাযোগ, এখানকার বৈচিত্রময় সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার আহবান জানান নবাগত ডিসি।
বিডি প্রতিদিন/হিমেল