আজ ১১ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদারদের কবল থেকে মুক্ত হয় টাঙ্গাইল, মুন্সিগঞ্জ ও কুষ্টিয়া জেলা। প্রতিনিধিদের পাঠানো খবর-
টাঙ্গাইল : দামাল ছেলেরা পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের কবল থেকে এই দিনে টাঙ্গাইলকে মুক্ত করে। উত্তোলন করা হয় স্বাধীন বাংলাদেশের পতাকা। এই জেলার অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতাপূর্ণ যুদ্ধের কাহিনি দেশের সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়েছিল বিশ্বজুড়ে। ১৯৭১ সালের ২৬ মার্চ টাঙ্গাইল থানায় স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয়। ১০ ডিসেম্বর বিকালে তারা পালাতে শুরু করে।
মুন্সিগঞ্জ : এই দিনে মুন্সিগঞ্জ হানাদারমুক্ত হয়। মুক্তিযুদ্ধের শুরু থেকে ভূখণ্ডের অধিকার অর্জনে ঝাঁপিয়ে পড়ে এ জেলার মানুষ। পর্যায়ক্রমে স্বাধীন হয় জেলার পাঁচ উপজেলা। জেলা সদরে কোণঠাসা হয়ে পড়ে পাক সেনারা। ১১ ডিসেম্বর ভোরে শহরের সরকারি হরগঙ্গা কলেজ ক্যাম্প ছেড়ে ধলেশ্বরী নদী হয়ে পালিয়ে যায় পাক সেনারা। পূর্ব আকাশে উঠে রক্তিম সূর্য।
কুষ্টিয়া : ১১ ডিসেম্বর জেলাটিকে হানাদারমুক্ত করে মুক্তিযোদ্ধারা বিজয় ছিনিয়ে আনে। ২৫ মার্চ রাতে যশোর থেকে পাকবাহিনী এসে কুষ্টিয়া দখল করে নেয় এবং ৩০ ঘণ্টার জন্য সান্ধ্য আইন জারি করে। সে আইন ভেঙে মুক্তিকামী মানুষ বেরিয়ে পড়ে রাস্তায়। শুরু হয় যুদ্ধ। ১১ ডিসেম্বর কুষ্টিয়া স্বাধীন ও শত্রু মুক্ত হয়।