দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে এ জেড এম রেজওয়ানুল হককে বিএনপির দলীয় মনোনয়ন না দেওয়ায় ফুলবাড়ীতে প্রতিবাদ সভা করা হয়েছে। গতকাল বিকালে পৌর শহরের বটতলি মোড়ে উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গসংগঠনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, ৩০-৩২ বছর ধরে পার্বতীপুর-ফুলবাড়ীতে বিএনপিকে আগলে রেখেছেন এ জেড এম রেজওয়ানুল হক। তাকে মনোনয়ন না দিয়ে ৫ আগস্টের পর আবির্ভূত লন্ডনে বসবাসকারী এ কে এম কামরুজ্জামানকে মনোনয়ন দেওয়া হয়েছে। দ্রুত মনোনয়ন পরিবর্তন করে রেজওয়ানুল হককে না দিলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা করা হবে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মনোনয়নপ্রত্যাশী এ জেড এম রেজওয়ানুল হক, শাহাজুল ইসলাম, মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, আলাউদ্দিন মাস্টার এ সময় উপস্থিত ছিলেন।