কুষ্টিয়ার কলপাড়া গ্রামে বৃহস্পতিবার রাতে সোহাগ হোসেন নামে এক রাজমিস্ত্রির বাড়ি থেকে দুটি পিস্তল ও একটি ওয়ান শুটার গান উদ্ধার হয়েছে। পুলিশ পরিদর্শক মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে চট্টগ্রামের কর্ণফুলীতে গতকাল অস্ত্র, কার্তুজসহ রাশেদ নুর প্রকাশ রাশু (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে দেশীয় তৈরি ১টি এলজি এবং ৩টি কার্তুজ উদ্ধার করে পুলিশ।