লক্ষ্মীপুর হানাদার মুক্ত দিবস আজ। ১৯৭১ সালের এ দিনে জেলার বীর মুক্তিযোদ্ধারা সর্বাত্মক আক্রমণ চালিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে আত্মসমর্পণে বাধ্য করে। এরই মধ্য দিয়ে পাকবাহিনী ও তাদের দোসর রাজাকার-আল বদরদের হত্যা, লুট, আর নির্যাতনের হাত থেকে জেলাবাসী মুক্তি পায়। তবে স্বাধীনতার এত বছর পরেও বর্বরতার দুঃসহ সেই স্মৃতিচিহ্ন বধ্যভূমিগুলো অযত্নে অবহেলায় পড়ে আছে। এসব স্মৃতি সংরক্ষণের দাবি জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী।