কুমিল্লা এক্সপোর্ট প্রসেসিং জোনে (ইপিজেড) পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন চাকরি হারানো শত শত শ্রমিক। ইপিজেডের ১ ও ২ নম্বর গেট এলাকায় গতকাল তারা অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় গেট এলাকায় যান চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। শ্রমিকরা জানান, নাসা গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে দুটি কারখানা তিন মাস ধরে বন্ধ। বাকি তিনটি থেকে পর্যায়ক্রমে শ্রমিক ছাঁটাই করা হয়েছে। ছাঁটাই শ্রমিকদের সার্বিক চার্জ, আনলিভ, প্রভিডেন্ট ফান্ডসহ কোনো পাওনাই এখনো পরিশোধ করা হয়নি।
শ্রমিকদের অভিযোগ, কোম্পানি প্রথমে প্রতিশ্রুতি দিয়েছিল ৩০ নভেম্বরের মধ্যে সব পাওনা পরিশোধ করা হবে। এখন বলা হচ্ছে মাত্র ২৫ শতাংশ পরিশোধের কথা। বাকি ৭৫ শতাংশ আদায় নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। অনেকে জানান, প্রভিডেন্ট ফান্ডের চেক ইস্যু করলেও ব্যাংকে টাকা পাওয়া যাচ্ছে না। বেপজা কর্তৃপক্ষ শ্রমিকদের পাওনা আদায়ে উদ্যোগ না নেওয়ায় অসন্তোষ আরও বাড়ছে। এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করে নাসা গ্রুপ ও বেপজার কারও বক্তব্য পাওয়া যায়নি।