রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধ (৬০) ও ডেমরায় অটোরিকশার ধাক্কায় বাবুল (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে তেজগাঁও এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক মৃত তাকে ঘোষণা করেন।
আরেক পথচারী আশিকুর জানান, গতকাল দুপুর ১২টার দিকে ডেমরার বামৈল বাজার মোল্লা ডাইংয়ের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন বাবুল। এ সময় একটি অটোরিকশা দ্রুতগতিতে তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা গেছে, বাবুল কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ভাটিয়া গ্রামের মতি মিয়ার ছেলে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, বৃদ্ধের পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডি। ময়নাতদন্তের জন্য দুজনের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।