বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের অধীন হবিগঞ্জ ৫ নম্বর কূপের ওয়ার্কওভারের কাজ শেষে বুধবার জাতীয় গ্রিডে আরও ১২ মিলিয়ন গ্যাস সরবরাহ শুরু করা হয়েছে। সব মিলিয়ে কূপটি থেকে ২৬ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে দেওয়া হচ্ছে। বুধবার বিকাল ৫টার দিকে এ কার্যক্রমের উদ্বোধন করেন পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফারুক হোসেন, প্রকল্প পরিচালক ইসমাইল মোল্লাসহ বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড এবং বাপেক্সের কর্মকর্তারা। প্রকল্পসংশ্লিষ্টরা জানান, হবিগঞ্জ ৫ নম্বর কূপটি ১৯৮৮ সালে খনন করা হয়। ওই সময় থেকে কূপটিতে দৈনিক ১৪ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হচ্ছিল। ধীরে ধীরে এ কূপে গ্যাসের চাপ অনেকটা কমে আসে। পরে ৫২০ কোটি টাকা ব্যয়ে তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ গ্যাস ক্ষেত্রের সাতটি কূপ ওয়ার্কওভারের উদ্যোগ নেয় বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। এর মধ্যে ৭৫ কোটি টাকা ব্যয়ে হবিগঞ্জ ৫ নম্বর কূপটি ২৪ নভেম্বর ওয়ার্কওভারের কাজ শুরু করে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। ২৭ নভেম্বর কাজ শেষ হয়।