ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মানিকগঞ্জ-১ (ঘিওর দৌলতপুর- শিবালয়) আসনে বিএনপির মনোনয়ন পেলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর। তিনি মনোনয়ন পাওয়ায় নেতা-কর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। নির্যাতন নিপীড়নের সময় যিনি পাশে ছিলেন দল তাকেই মনোনয়ন দিয়েছে বলে জানান সাধারণ লোকজন। ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক বলেন, মানিকগঞ্জ-১ আসনের জনপ্রিয় নেতা এস এ জিন্নাহ কবীর। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা প্রচার নিয়ে প্রতিটি এলাকার মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন তিনি। জিন্নাহ প্রার্থী হওয়ায় বিজয় অনেক সহজ হবে। জিন্নাহ বলেন, জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে।