দেশের কৃষিকে দীর্ঘমেয়াদে আধুনিক ও টেকসই রূপ দিতে সরকার ২৫ বছরের একটি মহাপরিকল্পনা হাতে নিচ্ছে। ভবিষ্যতের ঝুঁকি, প্রযুক্তির অগ্রগতি- সবকিছু মিলিয়ে এ সমন্বিত কাঠামো তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী ডিসেম্বরেই এর চূড়ান্ত খসড়া তৈরি হয়ে যাবে। গতকাল ‘কৃষি ও খাদ্যে রাজনৈতিক অঙ্গীকার’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের প্রথম দিনে এসব তথ্য জানান কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের (বিএজেএফ) আয়োজনে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সম্মেলনটি হচ্ছে। প্রথম দিনের বিষয়বস্তু ছিল- ‘কৃষির রূপান্তর : দেশীয় উপযোগী কৃষিযন্ত্র ও কৃষিপণ্য রপ্তানির চ্যালেঞ্জ’। কৃষি সচিব বলেন, কৃষি অর্থনীতি টেকসই করতে সবার আগে কৃষকের ফসলের দাম দিতে হবে। চলতি বছরে ৪ হাজার কোটি টাকার সাশ্রয় করে কৃষকের প্রয়োজনে বিভিন্ন খাতে ব্যয় করা হচ্ছে। প্রকল্প দুর্নীতি ও অপচয় কমিয়ে দেশের কৃষকের স্বার্থ সুরক্ষায় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।