বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্মচারি ইউনিয়ন। বুধবার একাডেমির মসজিদে এই দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়।
একাডেমি মসজিদের ইমাম মাওলানা কামরুল ইসলাম দোয়া মাহফিলটি পরিচালনা করেন। এসময় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, সহ প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, একাডেমির কর্মচারি ইউনিয়নের সভাপতি এস এম সালাহউদ্দিন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আবু জাফরসহ শিল্পকলা একাডেমির বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি তার দীর্ঘায়ু কামনা করা হয়।
বিডি প্রতিদিন/নাজিম