নারায়ণগঞ্জ শহরের যানজট, ছিনতাই, মাদক ও সন্ত্রাসসহ নানা সমস্যা দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন বিকেএমইএ, চেম্বার অব কমার্সসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সির সঙ্গে পৃথক মতবিনিময় সভায় তারা এসব দাবি উপস্থাপন করেন।
এদিন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের সঙ্গে এবং পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিকেএমইএ’র সভাপতি মো. হাতেম বলেন, ‘নারায়ণগঞ্জ শহরে এখন এমন যানজট যে হাঁটা পর্যন্ত কষ্টকর। আগে কখনও এত ভোগান্তিতে পড়িনি। মনে হয় শহরটা যেন ‘স্লো সিটি’ হয়ে গেছে। কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এই পরিস্থিতি থেকে মুক্তি চাই। মাদক ছড়িয়ে পড়েছে, ছিনতাই বেড়েছে—এসব দমন জরুরি। আমরা প্রশাসনের পাশে আছি।’
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, ‘নারায়ণগঞ্জ দেশের ব্যবসার অন্যতম কেন্দ্র। নারায়ণগঞ্জ অচল হলে সারাদেশ অচল হয়ে যাবে। কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টের যানজট দূর হলে ব্যবসায়ীরা সহজে পণ্য পরিবহন করতে পারবেন। হাসপাতালগুলোতে যেন মানুষ যথাযথ চিকিৎসা পায়। জলাবদ্ধতাও বড় সমস্যা—এগুলো সমাধান হলে আমরা উপকৃত হবো।’
পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি বলেন, ‘এসপির কাছে আলাদা কোনো ম্যাজিক নেই। এসপি তখনই কার্যকর হন, যখন তার টিম ভালো কাজ করে। সবার সমন্বিত প্রচেষ্টায় আমরা সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তুলতে পারবো। নারায়ণগঞ্জে অস্ত্রধারী বা চাঁদাবাজের কোনো স্থান হবে না। আপনাদের সহযোগিতা প্রয়োজন।’
জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ‘আমরা সৌজন্য আলোচনায় বসেছি। আপনারা যদি ঠিক থাকেন, নারায়ণগঞ্জও ঠিক থাকবে। যে কোনো সমস্যায় আমাদের কাছে আসবেন। যানজট, মাদক, কিশোরগ্যাংসহ সব বিষয়ে কাজ চলছে। সবার সহযোগিতায় আমরা এগিয়ে যেতে চাই।’
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, চেম্বারের সাবেক সভাপতি মাসুদুজ্জামান প্রমুখ।
বিডি-প্রতিদিন/মাইনুল