রাজশাহীর পবা উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে দিবসটির আনুষ্ঠানিক শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে একটি সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ‘দুর্নীতি মুক্ত দেশ গড়ি’, ‘না করি না সহি দুর্নীতি’-এ ধরনের স্লোগানের মধ্যদিয়ে দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান জানান।
মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। তিনি বলেন, ‘দুর্নীতি শুধু রাষ্ট্রীয় উন্নয়নকে বাধাগ্রস্ত করে না, এটি সামাজিক ন্যায়বিচারকে ক্ষতিগ্রস্ত করে এবং সাধারণ মানুষের অধিকার হরণ করে। দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হলে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি স্তর থেকে সচেতনতা সৃষ্টি করতে হবে। সরকারি দপ্তরগুলোতেও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিকভাবে কাজ করতে হবে।’
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পবা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আখতার ফারুক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন, রাজশাহী সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক সরকার রাহনুমা আফরোজ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ দিল মোহাম্মদ ও সাদিকুল ইসলাম, সদস্য রহিমা বেগম, রেহেনা বেগম, ওমর ফারুক আহছান, মহরম আলী খান ও জাহিদ হাসান পলাশ প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল