বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত ‘ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল ২০২৫’-এর উদ্বোধন করা হয়েছে।
রবিবার দুপুরে ক্র্যাব মিলনায়তনে উৎসবটির উদ্বোধন করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন। ফেস্টিভ্যালের বিভিন্ন ইভেন্ট ও কার্যক্রম তুলে ধরেন ক্র্যাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাকিব মানিক। খেলা পরিচালনা করেন ক্র্যাবের সিনিয়র সদস্য শহীদুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্র্যাবের সহসভাপতি উমর ফারুক আল হাদী, ক্র্যাবের সাবেক সভাপতি পারভেজ খান, সাবেক সহসভাপতি শাহীন আবদুল বারী, সিনিয়র সদস্য মফিজুর রহমান, ইকরামুল কবীর টিপু, ডিআরইউর সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ এবং জাতীয় প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মোমিন হোসেন। এ ছাড়া ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ, সরোয়ার আলম, আসাদুজ্জামান বিকু, সিরাজুল ইসলামসহ ক্র্যাবের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মোবাইল ফোন এখন সমাজের ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। বাচ্চারা মোবাইল ছাড়া খেতেই চায় না, আর সব বয়সী মানুষও দিনরাত মোবাইলে ডুবে থাকছে। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার কথা উল্লেখ করে তাঁর রোগমুক্তি কামনায় সকলের দোয়া চান। পরে তিনি কেক কেটে ফেস্টিভ্যালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, ক্র্যাব শুধু সংবাদ সংগ্রহেই নয়, খেলাধুলাতেও সমান দক্ষতা দেখিয়ে আসছে। এই ঐতিহ্য ধরে রাখায় কার্যনির্বাহী কমিটিকে ধন্যবাদ জানান তিনি।
ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যালই আমাদের সবচেয়ে বড় ইভেন্ট। এবারও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উৎসবের আমেজ তৈরি করা হয়েছে।
সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ বলেন, ১০ দিনব্যাপী এই আয়োজন ক্র্যাব সদস্যদের মাঝের সম্প্রীতি আরও গভীর করেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, প্রতিবছর ক্র্যাব সদস্যদের জন্য নানা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবার দাবা প্রতিযোগিতার মধ্য দিয়ে ফেস্টিভ্যাল শুরু হয়েছে। সামনে রয়েছে ক্যারম, তাসসহ ইনডোর গেমস। এরপর শুরু হবে সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট—ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতা।
বিডি-প্রতিদিন/সুজন