সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় কোরআন খতম, এতিমখানায় খাবার বিতরণ ও দোয়া মাহফিল করেছেন বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজের জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতারা।
শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুমা ধানমন্ডির তাকওয়া মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি, সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের প্রাক্তন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও বাংলাদেশ শিশু হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক, বিএনপির সহ-পরিবার কল্যাণ সম্পাদক ডা. রফিকুল কবির লাবু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডা. শহীদ হাসান।
এছাড়াও অধ্যাপক ডা. আবদুস শাকুর খান, ডা. বজলুল গনি ভুইয়া, ডা. খায়রুল ইসলাম, ডা. এম এ কামাল, ডা. আশরাফী,ডা. আজাহারুল ইসলাম, ডা. হারুন-উর রশীদ খান রাকিব, ডা. সফিউল্লাহ, ডা. সাহাবুব লাবলু, ডা. ফারুক হোসেন, ডা. রেহান উদ্দিন খান, ডা. গাজী শাহিন, ডা. ইমন, ডা. মাহমুদুল হাসান রানা, ডা. শামসুজ্জামান রানা, ডা. মাহবুব আরেফিন রেজানুর রঞ্জু, ডা. মাহবুবর রহমান সজীবসহ শতাধিক চিকিৎসক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ