রাজধানীর হাতিরঝিলের মিরবাগ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে তুষার মিয়া (২৫) নামে এক নেট মিস্ত্রী আহত হয়েছেন।
শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে দোকানে যাওয়ার পথে অজ্ঞাত তিনজন ছিনতাইকারী তাকে আটকিয়ে পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে এবং তার সঙ্গে থাকা ১৩ হাজার টাকা ছিনিয়ে পালিয়ে যায়।
পরে পথচারীদের খবর পেয়ে পুলিশ তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক জানান, আহত তুষার মিয়া চিকিৎসা নিয়েছেন এবং বিষয়টি হাতিরঝিল থানা পুলিশ তদন্ত করছে।
আহত তুষারের বাড়ি পটুয়াখালীর বাউফলের তিশাবপুর গ্রামে। তিনি বর্তমানে মিরবাগ এলাকায় বসবাস করেন।
বিডি-প্রতিদিন/আশফাক