জনমত উপেক্ষা করে লাভজনক চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দেওয়ার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। শুক্রবার বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে বিক্ষোভ সমাবেশ করা হয়।
এতে সভাপতিত্ব করেন শ্রমিক দল বরিশাল মহানগরের আহ্বায়ক ফয়েজ আহমেদ। বক্তব্য রাখেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের বরিশাল জেলার সমন্বয়ক একে আজাদ, বাংলাদেশ নৌযান ফেডারেশন বরিশাল জেলার সভাপতি মো. আবুল হাশেম, বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার ভারপ্রাপ্ত সভাপতি কমরেড দুলাল মল্লিক, শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার দপ্তর সম্পাদক কমরেড শহিদুল হাওলাদার, জাতীয়তাবাদী শ্রমিক দল বরিশাল মহানগর সদস্য সচিব শহীদুল ইসলাম, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আঃ হক, শ্রমিক দল বরিশাল মহানগর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বন্দর রক্ষার দাবিতে যমুনা অভিমুখী কর্মসূচিতে পুলিশি হামলায় বাম জোটের সব নেতাকর্মীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়া অবিলম্বে জনমত উপেক্ষা করে লাভজনক চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দেওয়া চুক্তি বাতিল করার দাবি জানান।
বিডি প্রতিদিন/হিমেল