সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঢাকাস্থ বগুড়া আইনজীবী সমিতির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের হলরুমে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে রোগমুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়।আল্লাহ যেন তাকে দ্রত সুস্থ করে দেন, সেজন্য দলমত নির্বিশেষে সবার কাছে দোয়া কামনা করা হয়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে কিডনি, লিভারসহ বার্ধক্যজনিত নানা রোগে চিকিৎসাধীন আছেন।
ঢাকাস্থ বগুড়া আইনজীবী সমিতির আজকের মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক সিনিয়র আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, ঢাকাস্থ বগুড়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান জুয়েল, সম্পাদক অ্যাডভোকেট বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এবিএম আরিফ বিল্লাহ, দফতর সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ শেখ সাদী, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট এসএম এনামুল হক মনি ও সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী হাসানসহ অসংখ্য আইনজীবী।
দোয়া মাহফিল পরিচালনা করেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির জামে মসজিদের ইমাম মাওলানা আবু সালেহ।
বিডি প্রতিদিন/আরাফাত