গাজীপুরের শ্রীপুরে গজারী বন থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার রাজাবারড়ি ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আয়না শাহ্’র মাজারের পশ্চিম পাশের গভীর বনের ভেতর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। নিহতের পরিচয় সনাক্তে কাজ করছে পুলিশ।
স্থানীয়রা জানান, দুপুরে বনের ভেতর এক বৃদ্ধের মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। মরদেহের পরনে ছিল চেক লুঙ্গী ও শার্ট। তাদের ধারণা, অজ্ঞাত ঘাতক ওই ব্যক্তিকে হত্যা করে বনের ভেতর মরদেহ ফেলে গেছে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের কাজ চলছে। মরদেহ ময়নাতদন্তেদর জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/জামশেদ