আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ডাক কর্মচারী সংযুক্ত পরিষদের খুলনা আঞ্চলিক কমিটি।
বুধবার (৩ ডিসেম্বর) খুলনা পিএমজি অফিস চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের আঞ্চলিক আহ্বায়ক মো. শহিদুল্লাহ। মানববন্ধনে বক্তব্য রাখেন ডাক জীবন বীমা অফিসের মোস্তাফিজুর রহমান, ইউসুফ আলী মোল্লা এবং খুলনা জিপিও’র মোহাম্মদ রওশন আলী মিন্টু।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দাবি জানালেও সরকার এখনো ৯ম পে-স্কেল বাস্তবায়ন করেনি। তারা ঘোষণা দেন- ৫ ডিসেম্বর সরকারি কর্মচারীদের ঢাকার মহাসমাবেশে যোগ দিয়ে আন্দোলন আরও জোরালো করা হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ