‘বাংলাদেশ ভূমি অধিগ্রহণে সক্ষমতা বৃদ্ধি এবং অধিগ্রহণ কার্যক্রম ব্যবস্থাপনা পদ্ধতি শক্তিশালীকরণ’ শীর্ষক সমীক্ষার আওতায় মতবিনিময় কর্মশালা আজ বুধবার গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলা প্রশাসন কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আজমল হোসেন।
গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী এ কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব মির্জা তারিক হিকমত, সাবেক অতিরিক্ত সচিব মিজানুর রহমান, সাবেক উপ সচিব মো. আকতার হোসেন, বিশ্বব্যাংক প্রতিনিধি আক্তারুজ্জামান, সিইজিআইএস’র (The Center for Environmental and Geographic Information Services) পরিচালক এটিএম শামসুল আলম, সিইজিআইএস বিশেষজ্ঞ ফয়সাল আহম্মেদ, ভূমি অধিগ্রহণ বিশেষজ্ঞ আজিজুর রহমান, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহেল রানা প্রমুখ।
আয়োজকরা জানান, বাংলাদেশে ভূমি অধিগ্রহণ ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের উপায় অনুসন্ধানের লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয় ও গাজীপুর জেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক এবং বিভিন্ন বিভাগের প্রতিনিধি অংশ নেন।
বিডি-প্রতিদিন/জামশেদ