রাজধানীর শাহবাগ এলাকা থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
গ্রেফতারকৃতরা হলেন- ভোলার চরফ্যাশন থানার নীলকমল ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি মো. শাকিল হাওলাদার (২৪) ও একই জেলার শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরান শাহরিয়ার (২৬)।
সিটিটিসি সূত্রে জানা যায়, সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শাহবাগ থানার ঢাকা মেডিকেল কলেজ এলাকায় অভিযান চালিয়ে শাকিল হাওলাদার ও ইমরান শাহরিয়ারকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শাকিল রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে ও ধানমণ্ডি ২৭ নম্বর এলাকায় বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে আর ইমরান ধানমণ্ডি ২৭ নম্বর এলাকা ও আদালত চত্বরে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ