চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নগরে ভূমিকম্পের ঝুঁকি ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমানোর জন্য এক গুচ্ছ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
সোমবার চসিক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নির্ধারণ করা হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, চসিকের আইন কর্মকর্তা আহ্বায়ক, স্পেশাল ম্যাজিস্ট্রেটকে সদস্য সচিব, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী ও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সদস্য করে পাঁচ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়। এ কমিটি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) কর্তৃক চিহ্নিত নগরের ১০৩টি ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত অপসারণের উদ্যোগ নেবে।
সভায় সভাপতির বক্তব্যে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল আমিন বলেন, ভূমিকম্প প্রতিরোধ করা সম্ভব নয়। তবে, যথাযথ প্রস্তুতি থাকলে এর ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ, নতুন ঝুঁকি শনাক্তকরণ এবং নগরবাসীকে সচেতন করতে চসিক সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। জনগণের জীবন-নিরাপত্তাই আমাদের প্রথম অগ্রাধিকার। চসিক জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা আরও বৃদ্ধি করছে।
সভায় উপস্থিত ছিলেন, চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, আইন কর্মকর্তা মহিউদ্দিন মুরাদ, স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাবৃন্দ ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/সুজন