নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একাংশ এলাকায় তিতাস গ্যাসের লাইন সংস্কার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন ভুক্তভোগী নারী-পুরুষরা। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দর অঞ্চলের ২১নং ওয়ার্ডের ত্রিবেনীপুল থেকে নোয়াদ্দা পর্যন্ত এই মানবন্ধনের আয়োজন করা হয়।
এদিন ত্রিবেনীপুল, নোয়াদ্দা, এনায়েতনগর, সোনাকান্দা, দড়ি সোনাকান্দা, মাহমুদনগর, ফরাজিকান্দা, মদনগঞ্জ, শান্তিনগরসহ একাধিক এলাকাবাসী সড়ক অবরোধ করেন। এ সময় আগামী ৪৮ ঘণ্টা মধ্যে সমস্যা সমাধান করা না হলে আন্দোলনের হুমকি দেন মানববন্ধনকারীরা।
জানা যায়, বন্দর উপজেলার ত্রিবেনী পুলে সামনে ভুক্তভোগী মনির হোসেনের আহবানে ১২টি এলাকার নারী পুরুষের অংশগ্রহণে মানববন্ধন শুরু হয়। এলাকাবাসীদের দীর্ঘ মানববন্ধন রূপ নিলে ভুক্তভোগীরা সড়ক অবরোধ করে রাখেন প্রায় ১ ঘণ্টা।
ভুক্তভোগী আব্দুস সালাম বলেন, ছোট পেশায় বেতনের অর্ধেকের বেশি টাকা লাকড়ি পুড়িয়ে জীবন শেষ হচ্ছে। তিতাস গ্যাস ও নাসিকের দলাদলিতে আমরা সাধারণ মানুষ দীর্ঘ তিন বছ ভুগছি।
হোসিয়ারি শ্রমিক জাহানারা আক্তার বলেন, বুড়ো হয়েছি- কাজের যাবার আগে গরম পানি করতে পারি না। রান্না করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়তে হয়। সিলিন্ডার কিনে চুলা চালানোর খরচ নেই, লাকড়ি কিনে ধোয়ার কারণে চোখেও দেখি না।
এ সময় বন্দর থানা বিএনপি সভাপতি ও ২০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহেনশাহ আহম্মেদ উপস্থিত হয়ে বলেন, তিতাস গ্যাস ও নাসিকের কাছে আন্দোলনরত নারী-পুরুষদের দাবি মেনে দুই দিনের মধ্যে রোড কাটিং অনুমতি দেয়ার আহবান জানাচ্ছি। একই সাথে রোড কার্টিংয়ে নাসিকে কোনো জামানত প্রয়োজন হলে নিজ উদ্যোগে দেয়ার ঘোষণা দেন তিনি।
বিডি প্রতিদিন/হিমেল