হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় কোরআন খতম এবং বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাকদ এটিএম কামালের আয়োজনে তার নিজ বাসভবনে এই কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার পাশাপাশি এটিএম কামাল এর অসুস্থ মা নারী নেত্রী শাহানা খানম চৌধুরীর রোগমুক্তির জন্যও দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ইসমাইল মাস্টার, সদর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদ শাহরিয়ার চৌধুরী ইমন, মহানগর কৃষক দলের প্রচার সম্পাদক আর আহমেদ মনির, মহানগর ওলামা দলের আহ্বায়ক হাফেজ সিব্বির, মহানগর বিএনপি সদস্য মাকিদ মুস্তাকিম শিপলু, সহ সাংগঠনিক সম্পাদ জেলা গার্মেন্ট শ্রমিক দল মোহাম্মদ বাবুল হোসেন, ১৬ নং ওয়ার্ড যুবদল মিজানুর রহমান গাজি, নাদিম হাসান ১৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির হুমায়ুন কবির সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/হিমেল