ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইটাব)-এর কার্যকরী পরিষদ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন ইমরানুল আলম, সাধারণ সম্পাদক দিন ইসলাম রাজ এবং সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন কামরুল হাসান ইমন।
গত মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের শৈলপ্রপাত হলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১১৪ জন ভোটারের সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এ ছাড়া সহসভাপতি নির্বাচিত হয়েছেন সাজ্জাদুর রহমান বাতেন ও জালাল উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সাব্বির আনসারী, সহ-সাংগঠনিক সম্পাদক রাশিব আহমেদ, সহ-কোষাধ্যক্ষ ইউসুফ রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুব আলম পাপন, দপ্তর সম্পাদক মুশফিকুর রহমান রুম্মান, সহ-দপ্তর সম্পাদক সাব্বির খান, খেলাধূলা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আরিফুর রহমান রিমন, পরিবেশ বিষয়ক সম্পাদক জুবায়ের হাসান, তথ্য প্রযুক্তি সম্পাদক জিন্নাহ মো. ইশতিয়াক এবং নির্বাহী সদস্য হয়েছেন মনজুরুল ইসলাম রানা, মাইনুল ইসলাম রাজ ও শোয়েব সুমন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কোষাধ্যক্ষ তারেক আজিজ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নূরুন নাহার মৌ, আইন বিষয়ক সম্পাদক শফি মোহাম্মদ ও নারী বিষয়ক সম্পাদক মাহবুবা মানজুর।
নির্বাচন কমিশন জানায়, এ কমিটি দুই বছরের জন্য নির্বাচিত হয়েছে। আগামী ২৭ নভেম্বর ২০২৭ পর্যন্ত এ কার্যকরী পরিষদ দায়িত্ব পালন করবে।
বিডি প্রতিদিন/জুনাইদ