রাজধানীর মগবাজার মোড়ে সিনিয়র–জুনিয়র দ্বন্দ্বকে কেন্দ্র করে দুই স্কুলশিক্ষার্থী ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন বিএম ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী রেদোয়ান খায়ের রাজিম (১৫) এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাজভীর (১৫)।
স্থানীয়রা জানান, বিকালে কয়েকজন বন্ধু মিলে মগবাজার মোড়ে আড্ডা দিচ্ছিল। এ সময় আল জায়েদ ও সাফিনসহ ৫–৬ জন অতর্কিতভাবে হামলা চালায়। হামলাকারীরা সিনিয়র–জুনিয়র ইস্যুতে রাজিমের পেটে ও তাজভীরের পায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাদের আদ্ব–দ্বীন হাসপাতালে নেওয়া হয়। পরে রাত সাতটার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’
চিকিৎসকরা জানিয়েছেন, রাজিমের অবস্থা আশঙ্কাজনক।
জানা গেছে, আগের দিনও একই বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে।
বিডি-প্রতিদিন/আশফাক